
বরিশালের বাবুগঞ্জে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১০ মে) মাধবপাশা ইউনিয়নের মাধবপাশা বাজারস্থ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই ঘটনাটি ঘটেছে। বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় মাধবপাশা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. আয়নাল হাওলাদার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে মাধবপাশা ইউনিয়নের বীরপাশা গ্রামের মৃত মো. কুব্বাত আলী তালুকদারের ছেলে রিপন তালুকদারের (৩৭) নেতৃত্বে অন্তত ৮/১০ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে মাধবপাশা ইউনিয়নের নামক স্থানে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয় প্রবেশ করে।
এ সময় হামলাকারীরা মাধবপাশা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন তালুকদার মিন্টু নাম উচ্চারণ করে অকথ্য ভাষায় গালমন্দ করে। এবং ইন্ডিয়ান বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে কটূক্তি মূলক মন্তব্য করেন।
এ সময় মাধবপাশা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দেখভালের দায়িত্বে থাকা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. আয়নাল হাওলাদার প্রতিবাদ করলে রিপন তালুকদারের নেতৃত্বে ৮/১০ জনের দল তার (আয়নাল হাওলাদার) উপর অতর্কিত হামলার চালায়। এ সময় হামলাকারীরা ইউনিয়ন কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেন এবং কার্যালয়ে টাঙানো জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলেন।
তবে রিপন তালুকদার দলীয় কার্যালয়ে হামলার বিষয় অস্বীকার করেন। তিনি দাবি করেন বিএনপির কার্যালয় এটি তার শ্বশুরের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে কিন্তু এ পর্যন্ত কোনো ভাড়া পরিশোধ করেনি। ভাড়া চাওয়ার উদ্দেশ্যে তিনি কার্যালয়ে গিয়েছিলেন।
এ ব্যাপারে এয়ারপোর্টে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজাকির শিকদার বলেন, ইউনিয়ন কার্যালয়ে আমরা ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর