
জয়পুরহাটের পাঁচবিবি থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আলমগীর কবীরকে ছুরিকাঘাতের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন বেলাল ও রাফি।
রোববার (১১ মে) বিকালে পাঁচবিবি উপজেলার বালিঘাটা পাটাবুকা গ্রামে এ ঘটনা ঘটে । গুরুতর আহত অবস্থায় এসআই আলমগীর কবীরকে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি এখন ভালো আছেন বলে জানান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে বেলালকে পাটাবুকা এলাকা থেকে এবং রাফিকে জয়পুরহাট সদর থেকে আটক করেছে।
এসআই আলমগীরের চিকিৎসার বিষয়ে হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. কাজী ইসমাইল হোসেন জানান, ছুরিকাঘাতে আহত অবস্থায় ভর্তি হওয়া আলমগীর কবীরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা স্থিতিশীল রাখা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
ঘটনার পেছনের কারণ জানাতে গিয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, তিন থেকে চার বছর আগে একটি দম্পতির বিচ্ছেদ হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। বিচ্ছিন্ন নারীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। শনিবার ওই নারীকে তাঁর প্রাক্তন স্বামী জয়পুরহাটের বাড়িতে ডেকে এনে জোরপূর্বক আটকে রাখেন।
এই পরিস্থিতিতে ওই নারী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানান। কলের পরিপ্রেক্ষিতে এসআই আলমগীর কবীর শনিবার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন, তবে সে সময় বিষয়টি নিষ্পত্তি হয়নি। রোববার বিকালে তিনি পুনরায় ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করে ফেরার পথে পেছন থেকে বেলাল ও রাফি তাঁর ওপর ছুরি নিয়ে হামলা চালায়।
আহত পুলিশ কর্মকর্তা নিজেই এ ঘটনায় বাদী হয়ে মামলা করেছেন। মামলার পরপরই রাতে অভিযান চালিয়ে বেলাল ও রাফিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, হামলার কারণ ও পেছনের মদতদাতাদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর