
মানিকগঞ্জে রাস্তা নির্মাণ শেষ হলেও অধিগ্রহণের টাকা পায়নি এলাকাবাসী। পাওনা টাকা বুঝিয়ে না দিয়ে জমি অধিগ্রহণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বুধবার (১৪ মে) দুপুর ১১ টায় সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাড়াহীরচর জান্নাকান্দি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্ৰাম-রাজিবপুর-বায়রা খেয়া ঘাট পর্যন্ত আঞ্চলিক সড়কটির প্রায় ৫ কিলোমিটার সংস্কার এবং পিচ ঢালাই কাজটি শুরু হয় ২০২৩ সালের মাঝামাঝিতে। সড়কটির জান্নাকান্দি এলাকায় এসে ৫ টি দাগের ব্যক্তিগত ৬ জনের মালিকানাধীন ৫০ শতাংশ কৃষি জমি দখলে নিয়ে পিস ঢালাই সড়ক নির্মাণ করা হচ্ছে। স্থানীয় চেয়ারম্যান এবং জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েও কোন সমাধান পায়নি ভুক্তভোগীরা। ঠিকাদার জোরপূর্বক কাজ চালিয়ে যাচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, রাস্তার জন্য সরকারের জমি প্রয়োজন হলে তা অধিগ্রহণের মাধ্যমে জমির মালিকদের পাওনা বুঝিয়ে দিবে। তা না করে জোরপূর্বক জমি দখলে নিয়ে সড়ক নির্মাণ হচ্ছে। দ্রুত সময়ের ভিতর ভুক্তভোগীদের পাওনা পরিশোধ না করলে রাস্তার উন্নয়ন কাজ থামিয়ে দেওয়া হবে।
ভুক্তভোগী মোহাম্মদ মহিম (৪৬) বলেন, 'আমাদের বাপ-দাদার আমলের জমি। হালনাগাদ খাজনা পরিশোধ করা। সেই জমি দখলে নিয়ে রাস্তা নির্মাণ করছে। আমরা রাস্তার বিপক্ষে নই কিন্তু সরকারি বিধি অনুযায়ী অধিগ্রহণের অর্থ আমাদের বুঝিয়ে দেওয়া হয়নি। আমরা এলাকাবাসীদের নিয়ে অনেকবার এলজিইডি অফিস এবং ডিসি বরাবর জানিয়েছি কোন প্রতিকার পাইনি। আমরা চাই নিয়ম অনুযায়ী জমির মূল্য পরিশোধ করা হোক।'
আনেস মোল্লা (৬৫) নামের আরেক ভুক্তভোগী জানান, 'জমির টাকা তছরুপ করার জন্য একটা মহল পাঁয়তারা শুরু করেছে। দুই বছর হয় রাস্তার কাজ শুরু হয়েছে এখনো আমাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি। পাওনা বুঝে পাওয়া না পর্যন্ত ঠিকাদারকে কাজ করতে দেওয়া হবে না।' এ সময় শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর