
টাঙ্গাইলের মির্জাপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) ভোরে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সেসময় তাদের কাছ থেকে নগদ ৩০ হাজার ৮১০ টাকা, দুইটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে রনি মিয়া (২৪), সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বহুরিয়া গ্রামের মহর আলীর ছেলে সজিব (২০)।
মামলার বাদী বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ মোকলেছুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে এই মাদক জব্দ করা হয়। চক্রটি বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদকের ব্যবসা করে আসছিলো। এই চক্রের অন্যান্যদের আইনের আওতায় আনতে গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমাÐ আবেদন করা হবে।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ওই এলাকায় অভিযান চালিয়ে এরআগেও মাদকসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। মাদকের বিরুদ্ধে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর