
ফেনীতে এক যুবকের ঝুঁকিপূর্ণ ভয়ংকর কনটেন্ট তৈরি করার কারণে সাদেক মিয়া নামের এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েছে।
সূত্রে জানা গেছে, গত শুক্রবার ট্যাংক রোডের দোয়েল চত্বর সংলগ্ন আশা মেডিকেল হলের সামনে প্রতিদিনের মতো ফুটপাতে ফল বিক্রি করছিলো পূর্ব বিজয় শিং এলাকার বাসিন্দা সাদেক মিয়া ৭০ এমন সময় বিকেল বেলা ইমাম হাসান নামের এক কন্টেন্ট ক্রিয়েটর ফল ব্যবসায়ী বৃদ্ধ সাদেক মিয়ার হাতে স্কুল ব্যাগের মতো একটি ব্যাগ তুলে দেন কয়েক সেকেন্ডের মধ্যে ওই ব্যাগ থেকে টাইম বোমা সাউন্ড এর মতো ভয়ংকর শব্দ বেজে ওঠে।
এতে পূর্ব থেকে হার্টের অসুস্থ বৃদ্ধ সাদেক মিয়া ভয়ে রাস্তা শুয়ে পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর রিচার্জ ইনস্টিটিউট নিয়ে আসলে ডাক্তার শাহানেওয়াজ মামুন তাকে চিকিৎসা প্রদান করেন এতে ওই বৃদ্ধ গত তিন দিন অসুস্থ ছিলেন এখনও সে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি ।
বৃদ্ধ সাদেক মিয়া জানান এ ঘটনার পর থেকে তিনি অসুস্থ হয়ে রয়েছে এখন তার সংসার চালাতে কষ্ট হচ্ছে উক্ত কনটেন্ট ক্রিয়েটরের পেজে প্রবেশ করে দেখা গেছে একাধিক আপত্তিকর ভিডিও যা সাধারণ মানুষের মাঝে নানা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।তবে এখনও সেই যুবকের বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর