• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৪ মে, ২০২৫
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০৮:২৭ রাত

দেশের বাজারে মেগাবুক টিওয়ান ১৪ ও মেগাবুক কে১৬এস ল্যাপটপ নিয়ে এলো টেকনো

ছবি: সংগৃহীত

প্রযুক্তি-সচেতন ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণের জন্য বিশ্বব্যাপী সমাদৃত প্রযুক্তি ব্র্যান্ড টেকনো এর পোর্টফোলিওতে নতুন পণ্য যুক্ত করছে। এরই ধারাবাহিকতায়, সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে নতুন দুটি ল্যাপটপ - টিওয়ান ১৪ ও মেগাবুক কে১৬এস - উন্মোচন করেছে টেকনো। 

আধুনিক ব্যবহারকারীদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে এই ল্যাপটপ দুটি ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীদের জন্য উন্নত পারফরম্যান্স নিশ্চিত করতে এই ডিভাইসগুলোতে রয়েছে আকর্ষণীয় ডিজাইন এবং অত্যাধুনিক ফিচার।

পারফরম্যান্স এবং পোর্টেবিলিটি নিশ্চিত করতে টেকনো টিওয়ান১৪ ল্যাপটপে রয়েছে ইন্টেল ১৩তম জেনারেশন কোর হাই-এন্ড প্রসেসর; ফলে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন দুর্দান্ত পারফরম্যান্স। এই ল্যাপটপ দিয়ে সহজেই করা যাবে মাল্টিটাস্কিং। এই ল্যাপটপে আরও আছে ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও, ৩৫০ নিটস ব্রাইটনেস (উজ্জ্বলতা) এবং টিইউভি আই কমফোর্ট সার্টিফিকেশন সহ একটি ১৪-ইঞ্চি স্ক্রিন। দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ওপর চাপ পড়বে না, পাওয়া যাবে আরামদায়ক অভিজ্ঞতা।

মেগাবুক টিওয়ান১৪ ডিভাইসের বডি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং ওজন মাত্র ১.৩৯ কেজি। মাত্র ১৪.৮ মিলিমিটার থিন বডির এই ল্যাপটপে রয়েছে ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি এসএসডি স্টোরেজ এবং একটি বিশাল ৭৫ ওয়াট পার আওয়ারের ব্যাটারি। দ্রুত পাওয়ার বুস্টের জন্য এই ল্যাপটপে আরও আছে ৬৫ ওয়াট জিএএন সুপার-ফাস্ট চার্জার। এর বিশাল স্টোরেজ নিশ্চিত করে যে, ব্যবহারকারীরা ল্যাপটপে সকল গুরুত্বপূর্ণ ডেটা এবং অন্যান্য ফাইল ও ডকুমেন্ট খুব সহজেই সংরক্ষণ (সেইভ) করতে পারবেন।

অডিওপ্রেমী এবং নির্মাতাদের (কনটেন্ট ক্রিয়েটর) জন্য এই ল্যাপটপে আছে ডিটিএস:এক্স আল্ট্রা ইমারসিভ সাউন্ড, সাথে টেকনো ভোক সাউন্ড সিস্টেম। এই ল্যাপটপটি ওয়ান লিপ মাল্টি-স্ক্রিন সমর্থন করে, যা ব্যবহারকারীদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা রাখবে।

অন্যদিকে, মেগাবুক কে১৬এস ল্যাপটপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ব্যবহারকারীরা নির্ভরযোগ্য পারফরম্যান্স উপভোগ করতে পারেন। স্টাইলিশ, সম্পূর্ণ মেটাল লাইটওয়েট ডিজাইন সহ এই ল্যাপটপটি ব্যবহারকারীদের জন্য মেগা পারফরম্যান্সের প্রতিশ্রুতি দেয়। নিরবছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করতে এই ডিভাইসে আছে এএমডি র‍্যাডিয়ন গ্রাফিক্স এবং এএমডি রাইজেন ৫৭৪৩০ইউ প্রসেসর যা সেগমেন্টে দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিত করবে।

কে১৬এস ডিভাইসে আরও রয়েছে ৯১% স্ক্রিন-টু-বডি অনুপাত এবং ১৬:১০ গোল্ডেন রেশিও সহ ১৬-ইঞ্চি এফএইচডি ডিসপ্লে, যা দুর্দান্ত ভিউয়িং অভিজ্ঞতা প্রদান করে। এই ডিভাইসের সাথে থাকছে ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি এসএসডি এবং ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল (সম্প্রসারণযোগ্য) মেমোরি।

স্বাচ্ছন্দ্যের সাথে পাওয়ারের সমন্বয় করতে এই ডিভাইসে রয়েছে ৩০০ শতাংশ উচ্চ ক্ষমতাসম্পন্ন ডিটিএস স্পিকার, ৭০ ওয়াট পার আওয়ারের ব্যাটারি এবং ওয়ান-ফিঙ্গার ওপেনিং ডিজাইন। সহজ সিস্টেম অপ্টিমাইজেশন এবং ডিভাইস পরিচালনার জন্য এতে টেকনো পিসি ম্যানেজারও রয়েছে। পাশাপাশি কে১৬এস ল্যাপটপটি ইউএস এমআইএল-এসটিডি ৮১০এইচ মিলিটারি গ্রেড সার্টিফিকেশনপ্রাপ্ত, যা এর টেকসই ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।

দেশের বাজারে টেকনো মেগাবুক টিওয়ান১৪ এই মডেলের ল্যাপটপের মূল্য নির্ধারন করা হয়েছে মাত্র ৬৩,০০০ টাকা এবং টেকনো মেগাবুক কে১৬এস এই মডেলের ল্যাপটপের মূল্য নির্ধারন করা হয়েছে মাত্র ৫২,৫০০ টাকা।

এই ল্যাপটপগুলো এখন রায়ানস, স্টার টেক সহ টেকনো’র আউটলেট গুলোতে পাওয়া যাচ্ছে। আরও বিস্তারিত তথ্যের জন্য, টেকনোর অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া পেজ ভিজিট করুন।

মুনতাসির/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
ইমেইলঃ office.bd24live@gmail.com