
২০১১ সালের ১৪ মে হাঁটি হাঁটি করে পথ চলা শুরু করে দেশের স্বনামধন্য অনলাইন সংবাদমাধ্যম বিডি২৪লাইভ ডটকম। সেই পথচলা এখন ১৫ বছরে রুপ নিয়েছে। বুধবার (১৪ মে) ‘বিডি২৪লাইভ ডটকম’-এর ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছে এই গণমাধ্যমটি। সংবাদের ব্যতিক্রম ও বিশ্লেষণধর্মী উপস্থাপন কৌশলের মাধ্যমে সংবাদপত্র জগতেও অনন্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বিডি২৪লাইভ।
বিডি২৪লাইভ ডটকম এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার (১৪ মে) রাতে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এসময় বিডি২৪লাইভ এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের জনসংযোগ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন আকাশ এর সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক এবং দেশের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব এর সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আল আমিন।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থেকে আরোও বক্তব্য রাখেন, স্ব দেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, দৈনিক ইন কি লাব পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর শাহ বাদশাহ, একু শে টে লিভিশন এর প্রতিনিধি রুমন চক্রবর্তী, শতাব্দীর ক ণ্ঠ পত্রি কার মফস্বল সম্পাদক ও ভো রের কথা পত্রি কার প্রতিনিধি শামসুল আলম শাহীন, ডি বি সি টেলিভিশন এবং দৈ নিক বাং লা পত্রি কার প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল প্রমুখ।
এসময় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ দৈনিক আ জ কের প ত্রি কার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, দৈ নিক খব রের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু, নাগ রি ক টেলিভিশন এর প্রতিনিধি শহীদুজ্জামান শুভ সিফাত, জন বা ণী পত্রিকার প্রতিনিধি মশিউর রহমান নাদিম ও বিডি২৪লাইভ ডটকমের কিশোরগঞ্জ জেলার ক্যামেরা পারসোন খায়রুজ্জামান সানজিদ প্রমুখ।
আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন, দৈনিক নাগ রিক ভাবনা পত্রিকার প্রতিনিধি মোঃ সাইফুল্লাহ সাইফ।
বিডি২৪লাইভ ডটকমের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব এর সভাপতি ও দৈনিক মা ন ব জ মিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম বলেন, আসলে আমরা যারা সাংবাদিকতা করি তারা জানি যে সাংবাদিকতা বর্তমান সময়ে অন্তত বিপদ জনক একটি পেশা। এই পেশায় সত্যকে ভালোবাসতে হয় আর সত্য হচ্ছে সবচেয়ে কঠিন জিনিস পৃথিবীতে। কারণ সত্যকে যারা দুর্নীতিগ্রস্ত, যারা অন্যায়কারী, যারা মিথ্যা দিয়ে ডেকে রাখতে চায় সত্যকে তারা সব সময় সমীহ করে, ভয় করে। সে কারনে সাংবাদিকতা অসৎ মানুষের, দুর্নীতিগ্রস্ত মানুষের, প্রধান শত্রু। সাংবাদিকতা শত্রু, অর্থাৎ সাংবাদিক শত্রু।
তিনি আরো বলেন, এই যে প্রবণতা এই প্রবণতার কারণেই দিন দিন বাংলাদেশে বিশেষ করে আমাদের দেশে সাংবাদিকতা একটা বিপদজনক পেশায় পরিণত হয়েছে। সাংবাদিকরা প্রতিনিয়ত হামলা মামলাসহ নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছে এবং আমরা সাম্প্রতিক সময়েও অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি আমাদের অনেক সাংবাদিকের নামে নানা ধরনের মিথ্যা মামলা রুজু করা হচ্ছে এবং আজকেও আমাদের বগুড়ার একজন সাংবাদিক মুক্তি পেয়েছেন।
আশরাফুল ইসলাম আরো বলেন, এইযে সাংবাদিক দমন, সাংবাদিক নিপীড়ন, সাংবাদিক নির্যাতন এসবের মূল একটি জিনিসেই সেটি হচ্ছে সাংবাদিকরা সত্য তুলে ধরে, আর এই সত্য অন্যায়কারীদের, দুর্নীতিবাজদের সবচেয়ে অপছন্দের জিনিস। কিন্তু সাংবাদিকতার ব্রতই হচ্ছে যা সত্য, যা সাদা, যা কালো, সেটিকে অবিকৃতভাবে বলা। অর্থাৎ আংশিক না। পুরোপুরি বিষয়টা মানুষের সামনে উপস্থাপন করা এবং সেই ব্রত নিয়ে বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকম দীর্ঘ ১৪ বছরের পথ পরিক্রমা শেষে ১৫ বছরে পা রেখেছে। এই ১৪ বছর নানা সীমাবদ্ধতা এবং প্রতিকূলতা সত্ত্বেও বিডি টুয়েন্টিফোর লাইভ তার যে প্রচেষ্টা সৎ সাংবাদিকতা, সাহসী সাংবাদিকতা, সেই সাংবাদিকতার চর্চা গড়ার প্রচেষ্টা চালিয়ে গেছে।
এজন্য আজকেই এই জন্মতিথিতে বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকম পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই তারা যেন আগামী দিনে, আরো বস্তুনিষ্ঠ সৎ সত্য এবং সাহসী সংবাদ জনসাধারণকে উপহার দিতে পারে সেটিই আজকের দিনের প্রত্যাশা থাকবে পাশাপাশি যে কথাটি না বললেই নয় আমাদের বিডি টোয়েন্টিফোর লাইভ এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন, আমাদের স্নেহের ছোট ভাই মোঃ সাখাওয়াত হোসেন আকাশ। আসলে সাংবাদিকতার যে দেন ধারণা এবং পদ্ধতি এর সবগুলোই ফলো করেন আমাদের আকাশ। কারণ আমরা যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে যখনই আমরা মাঠ পর্যায়ে ছুটে যাই তখন আর কাউকে না পাওয়া গেলেও আমরা আকাশকে পাই। অর্থাৎ ঘটনার সঙ্গে সঙ্গে তার বিচরণ থাকে তার মিডিয়াই সেই সংবাদটা সে তুলে ধরে।
তিনি আরো বলেন, বিশেষ করে আমরা জানি যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতি আমরা অগ্রসর হয়েছি এই জুলাই অভ্যুত্থানেও আকাশের অসীম সাহসি ভূমিকা রয়েছে সে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর আহত হয়েছে। তাকে দেশে বিদেশে চিকিৎসা করাতে হয়েছে। এটি আসলে জেলা পর্যায়ের থেকে এ ধরনের ঘটনার সঙ্গে থাকা এবং সংবাদের সঙ্গে থাকা সাংবাদিকতা খুবিই খুবিই বিরল। আমি মনে করি যে আকাশ তার কর্মের মাধ্যমে আরো ধীরস্থিরভাবে নিজেকে আরও পরিণত করে একজন দক্ষ সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলবে। আকাশের হাত ধরে বিডি২৪লাইভ সামনের দিনে আরো এগিয়ে যাবে এটিই আজকের দিনের প্রত্যাশা।
পরিশেষে বিডি২৪লাইভ এবং আকাশের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি এবং আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এবং দৈনিক ন য়া দি গন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আল আমিন বলেন, আমার বক্তব্যের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করছি এবং যারা আহত তাদের সুস্থতা কামনা করছি। একসাথে সাংবাদিকতা করতে গিয়ে আমরা জানি বিডি২৪লাইভ জুলাই আন্দোলনে তাদের ভালো ভূমিকা ছিল এবং পজিটিভ ভূমিকা ছিল এবং দীর্ঘ ১৫ বছর ধরে এই অনলাইনটির এডিটর ইন- চিপ আমিরুল ইসলাম এর নেতৃত্বে এই অনলাইনটি সাহসিকতার সাথে সাংবাদিকতা করে যাচ্ছে এবং আমাদের কিশোরগঞ্জ প্রতিনিধি সাখাওয়াত হোসেন আকাশ সেও এই অনলাইনটির প্রতিষ্ঠানকালীন সময় থেকেই অনলাইনটির সাথে জড়িত এবং সে মাঠে-ঘাটে সে কাজ করছে এই অনলাইনটির জন্য। বিডি২৪লাইভ ১৫ বছর বর্ষে পদার্পন করায় উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং কিশোরগঞ্জ প্রতিনিধি সাখাওয়াত হোসেন আকাশেও সাংবাদিকতার সাফল্য কামনা করছি।
বিডি২৪লাইভ এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব এর জনসংযোগ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন আকাশ বলেন, "সময়ের সাথে আমাদের ছুটে চলা অদম্য সাহস নিয়ে" ১৪ বছর পেড়িয়ে ১৫ বছরে পা রাখল বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকম। সরকারি নিবন্ধন প্রাপ্ত দেশের অন্যতম স্বতন্ত্র অনলাইন সংবাদমাধ্যম বিডি২৪লাইভ ডটকম এখন সবার কাছে এক অন্যতম অনলাইন মিডিয়া। সবার দোয়া আর ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে প্রিয় প্রতিষ্ঠান।
আকাশ আরো বলেন, ২০১১ সালের ১৪ মে আত্মপ্রকাশ করেছিল দেশের অন্যতম প্রথমসারির অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪লাইভ ডটকম। সময়ের পরিক্রমায় আজ প্রতিষ্ঠানটি পূর্ণ করল ১৪ বছর। তথ্যনির্ভর, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করা বিডি২৪লাইভ আজ দেশের গণমাধ্যম অঙ্গনে একটি আস্থার প্রতীক। আমি বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমের প্রতিষ্ঠালগ্ন থেকেই এখন পর্যন্ত কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছি।
সাখাওয়াত হোসেন আকাশ আরো বলেন, বিডি২৪লাইভ সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে ফেসবুকে এর অনুসরণকারী সংখ্যা ৮০ লক্ষেরও বেশি, টুইটারে ২ লাখ ৬২ হাজার, এবং ইউটিউবে সাবস্ক্রাইবার ৫০ হাজারের অধিক।
তিনি আরো বলেন, বিডি২৪লাইভ ডটকম একটি স্বতন্ত্র ও স্বনির্ভর অনলাইন নিউজ পোর্টাল। দীর্ঘ ১৪ বছর ধরে বিডি ২৪ লাইভ ডটকম অত্যন্ত সততার সাথে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে। দীর্ঘ এই পথ চলায় বিডি২৪লাইভের সাথে যারা জড়িত ছিল এবং আছে তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি বাংলাদেশসহ সারাবিশ্বে বিডি২৪লাইভ ডটকমের অগণিত পাঠকদের ভালোবাসা ও অনুপ্রেরণার প্রতি অফুরন্ত শ্রদ্ধা জানাই। বিডি২৪লাইভ ডটকম পূর্বের ন্যায় অত্যন্ত সততার সাথে সঠিক খবর, সবার আগে প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ ছিল, আছে এবং থাকবে। এই প্রতিষ্ঠানটি আমার কাছে শুধু একটি গণমাধ্যমই নয় এটি আমার ভালোবাসার স্থান ধন্যবাদ জানাচ্ছি ওই সকল ব্যক্তিদের যাদের প্রচেষ্টা এবং ভালোবাসায় আমাদের প্রিয় প্রতিষ্ঠান আজ এত দূর পৌঁছাতে পেরেছে। বিগত দিনে যে ভাবে ভালোবাসা আপনারা দিয়েছেন আগামী দিনেও এর চেয়ে বেশি ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আপনারা।
তিনি আরো বলেন, আজকের দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও আনন্দের। আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি বিডি২৪লাইভ তার আলো দিয়ে দেশের অন্ধকারাচ্ছন্নতা দূর করবে। আমি এ প্রতিষ্ঠানের একজন গণমাধ্যমকর্মী হিসেবে এর সাফল্য কামনা করছি। বিডি২৪লাইভ এভাবে আরো হাজারটা বছর পেরিয়ে যাক সেটাই প্রত্যাশা করছি। এরকম একটা গণমাধ্যমে কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে নিয়ে নিয়ে কেক কাটেন বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সাখাওয়াত হোসেন আকাশ। পরে সবাই কে কেক খাওয়াইয়া দেন এবং উপস্থিত সবাইকে রাতের ডিনারোও করান আকাশ।
উল্লেখ্য, দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অবিচল দৃঢ়তার পরিচয় দিয়ে যাচ্ছে বিডি২৪লাইভ-এর সংবাদকর্মীরা। অতীতের মতোই জীবনের ঝুঁকি নিয়ে জনগণের কাছে সর্বশেষ সংবাদ পৌঁছ দিচ্ছেন তারা। এই কঠিন সময়ে বিডি২৪লাইভ-এর সাংবাদিকরা সারা দেশের সর্বশেষ খবর সংগ্রহের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।
সংবাদের পাশাপাশি সামাজিক দায়বন্ধতা থেকে বিভিন্ন ধরণের ছোট ছোট নাটিকা তৈরি করে সমাজের নানা অসংগতি ও ইতিবাচক দিকগুলো তুলে ধরছে বিডি২৪লাইভ। দর্শকমহলেও সেসব ভিডিও ব্যাপক সাড়া ফেলছে। প্রতিষ্ঠার পর থেকে অনলাইনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যালেক্সার জরিপ অনুযায়ী ২০১৪ সালে ও ২০১৮ সালে বাংলাদেশ থেকে ভিজিট করা নিউজ পোর্টালগুলোর মধ্যে শীর্ষ নিউজ পোর্টালের স্বীকৃতি পেয়েছিল বিডি২৪লাইভ। এছাড়াও বিগত ১৪ বছরে দেশের সংবাদমাধ্যমগুলোর তালিকায় বরাবরই উপরে ছিল বিডি২৪লাইভ- এর অবস্থান।
মোবাইল ব্যবহারকারীদের সুবিধার্থে বিডি২৪লাইভ-এর রয়েছে ওয়েব এবং অ্যান্ড্রয়েড অ্যাপ। এছাড়াও ফেসবুকে বিডি২৪লাইভকে ফলো করছেন ৮০ লাখের বেশি ব্যবহারকারী। ইউটিউবে রয়েছে ৫০ হাজারের বেশি সাবস্ক্রাইবার। টুইটারে ফলোয়ার সংখ্যা ২ লাখের ও বেশি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর