
কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সামনে হাওরে খোলা জায়গায় ধান শুকাতে গিয়ে বজ্রপাতে নিরোদ দাস (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন নিহতের স্ত্রী।
শুক্রবার (১৬ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং গ্ৰামে এ ঘটনা ঘটে। নিহত নিরোদ দাস ধনপুর ইউনিয়নের দৈলং নতুন হাঁটি গ্রামের মৃত বিষ্ণু দয়াল দাসের ছেলে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে বাড়ির সামনে হাওরে খোলা জায়গায় ধান শুকানোর কাজ করছিলেন নিরোধ দাস ও তার স্ত্রী। এমন সময় হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়।
এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিরোধ দাসের মৃত্যু হয়। এতে আহত হয় তার স্ত্রী। বজ্রপাতে নিহতের স্ত্রী আহত হলেও তিনি আশঙ্কামুক্ত। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির সামনে হাওরে ধান শুকানোর সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। স্বামী-স্ত্রী একসঙ্গে ধানের কাজ করছিলেন।
এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, ‘স্থানীয় সূত্র থেকে এমন একটি খবর আমরা পেয়েছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর