
বগুড়ার শেরপুরে ২৪৮ লিটার দেশীয় চোরাই মদসহ সিএনজি চালক সেলিম মৃধা (৫৭) নামের একাধিক মামলার আসামিকে আটক করেছে পুলিশ। সে সদর থানা চকসুত্রাপুর
সওদাগরপাড়া এলাকার মৃত আব্দুল জলিল মৃধার ছেলে। এ ঘটনায় সিএনজিতে থাকা রাজিব চন্দ্র (৩২), হৃদয় বাঁশফোড় (৩০) ও সুজন (৩৫) নামের ৩ জন পালিয়ে গেছে।
গত শুক্রবার রাতে পৌরশহরের রামচন্দ্রপুর এলাকায় শেরপুর থানার উপ-পরিদর্শক সিয়াম হাসান মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে মদসহ তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, ঈদকে সামনে রেখে শেরপুর থানা পুলিশ অপরাধ দমনে চেকপোস্ট বসায়। এ সময় বগুড়া থেকে আসা সন্দেহজনক সিএনজিটিকে সংকেত দিলে সিএনজিতে থাকা ৩জন দৌড় দিয়ে পালিয়ে যায়। সিএনজিটি (বগুড়া-থ ১১-৫৬০৬) তল্লাশি করে ৬টি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে ২৪৮লিটার চোরাই মদসহ সিএনজি চালক সেলিম মৃধাকে আটক করা হয়।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকৃত সেলিম মৃধা একাধিক মামলার আসামি। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর