
চলতি মে মাসের প্রথম ১৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৯ হাজার ৬৪২ কোটি টাকা। অর্থাৎ, প্রতিদিন গড়ে ৯ কোটি ৪৭ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে।
রোববার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, মে মাসের এই সময়কালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ কোটি ৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়,
এদিকে, চলতি বছর মার্চ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে প্রাপ্ত সর্বোচ্চ রেমিট্যান্স। এতে দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৪০ হাজার ১৩৮ কোটি টাকা।
এপ্রিল মাসে এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার, যা এক মাসে রেমিট্যান্সের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ।
ফেব্রুয়ারি মাসে এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ ডলার, আর জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ২১৮ কোটি ৫২ লাখ ডলার।
বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে শ্রমবাজার সম্প্রসারণ এবং হুন্ডি প্রতিরোধে সরকারের নানা উদ্যোগের ফলে প্রবাসী আয় ধারাবাহিকভাবে বেড়ে চলেছে।
সর্বশেষ খবর