
বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নে নিশিন্দারা দাখিল মাদ্রাসার দাতা সদস্য হওয়াকে কেন্দ্র করে বিএনপি-সমর্থিত সন্ত্রাসীদের দ্বারা এক জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
হামলার শিকার আনিসুর রহমান, নিশিন্দারা গ্রামের আফজাল হোসেনের ছেলে ও বর্তমানে উক্ত মাদ্রাসার কমিটির একজন দাতা সদস্য। রোববার সকালে এ ঘটনা কে কেন্দ্র করে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এর আগে গতকাল শনিবার (১৭ মে) দুপুরে নিশিন্দারা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত মোজাম উদ্দিনের ছেলে উজ্জ্বল বাবু ও সুমন, এবং মেহের উদ্দীনের ছেলে জুয়েল রানা তারা পরিকল্পিতভাবে আনিসুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত থাকায় তিনি প্রাণে রক্ষা পান।
ভুক্তভোগী আনিসুর রহমান জানান, সম্প্রতি মাদ্রাসায় একটি দাতা কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয় যেখানে দলমত নির্বিশেষে অনুদান প্রদানকারীরা সদস্য হতে পারছেন। বিএনপি পক্ষের তিনজন সদস্যের পাশাপাশি তিনি নিজেও নির্ধারিত অর্থ জমা দিয়ে সদস্য হন। এই সদস্য পদই তার ওপর হামলার মূল কারণ বলে তিনি অভিযোগ করেন।
আনিসুর বলেন, "তারা মাদ্রাসার ভিতরেই আমার জন্য অপেক্ষায় ছিল। আমাকে দেখা মাত্রই তারা অতর্কিত হামলা করে। উপস্থিত শিক্ষকরা এগিয়ে এসে আমাকে উদ্ধার করেন। হামলাকারীরা প্রকাশ্যে হুমকি দিয়েছে যে, বিএনপি ছাড়া কেউ এই কমিটিতে থাকতে পারবে না।"
এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আনিসুর রহমান, সেখানে তিনি উল্লেখ করেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পরও দেশে নতুন এক ধরনের ফ্যাসিবাদের জন্ম হয়েছে। তারা রাষ্ট্রক্ষমতায় না থেকেও সাধারণ মানুষকে নির্যাতন করছে।
তিনি প্রশাসনের প্রতি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, “মাদ্রাসার উন্নয়ন ও স্বচ্ছতা বজায় রাখতে সর্বদলীয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এতে মাদ্রাসার স্বার্থ সংরক্ষণের পাশাপাশি অনিয়মের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে।”
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর