
গাজীপুরের নাওজোড় এলাকায় ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার (১৯ মে) সকালে কারখানায় যোগদানের পর এসব শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই পোশাক কারখানায় গত ১৭ তারিখেও অর্ধশতাধিক পোশাক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
একাধিক শ্রমিক জানান, কারখানায় পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থতা অনুভব করেন এবং প্রথমে কারখানার মেডিকেলে, পরে সেখান থেকে গাড়ি করে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের রেজিস্ট্রার ডা. সায়েম কবির জানান, ‘প্রতিটি রোগী বমি, পেটব্যথা ও মাথা ঘোরার উপসর্গ নিয়ে এসেছে। আমরা ধারণা করছি, এটি সাইকোলজিক্যাল রেসপন্সও হতে পারে। তবে গরম বা মানসিক চাপে এমনটা হওয়া অস্বাভাবিক নয়।’
অসুস্থ শ্রমিকদের স্থানীয় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগ শ্রমিকই পেটে প্রচণ্ড ব্যথা, বমি, মাথা ঘুরানো নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান হাসপাতালের চিকিৎসক।
আরমান/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর