
জামালপুরে সরিষাবাড়ীতে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত ব্যক্তির মুত্যৃ ঘটেছে। বুধবার (২১ মে) আনুমানিক ভোর রাতে পৌরসভার তালুকদার বাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৌরসভার মূলবাড়ী (তালুকদার বাড়ি মোড়) এলাকায় রেললাইনের মাঝখানে হাত-পা কাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পান এলাকাবাসী। ভুয়াপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী (৩৮ ডাউন) ময়মনসিংহ এক্সপ্রেস মেইল ট্রেনে কাটা পড়েছে বলে স্থানীয়দের ধারণা।
এছাড়াও নিহত ব্যক্তির পোষাক পরিচ্ছদ দেখে মানসিক ভারসাম্যহীন বলে অনেকে মনে করছেন এবং রেললাইনে বসা অবস্থায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
জামালপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম বলেন, সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ি মোড় এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তির ট্রেন কাটাপড়া নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর