
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে আলতাফুর রহমান (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত আলতাফুর রহমান ওই গ্রামের মৃত ভুবন আলীর ছেলে ও তিন সন্তানের জনক। লেহেম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বজ্রপাতে আলতাফুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আলতাফুর রহমান প্রতিদিনের মতো দুপুরে বাড়ির পাশে নিজের জমিতে ধান কাটার কাজে নিয়োজিত ছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বিদ্যুৎ চমকাতে থাকে। সেসময় তিনি ধানের আঁটি মাথায় নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দেন।
এসময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এতে মাথার কিছু অংশ ও শরীর ঝলসে পুড়ে যায়। বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আলতাফুর রহমান।
পরে তাকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে এক কৃষকের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে থানায় ইউডি মামলা করা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর