
খাগড়াছড়ির দীঘিনালায় চালের বস্তায় চাউলের সাথে চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বাসস্টেশন এলাকার শান্তি কাউন্টারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ অবৈধ মালামাল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় এসআই মো. শফিকুল ইসলাম শফিক ও এসআই কাজী মো. বখতিয়ার হোসেন ফোর্সসহ উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় ফাঁকা রাস্তায় পড়ে থাকা দুটি চালের বস্তা তল্লাশি করে ৭০ কেজি চাল এবং ১৬ লিটার চোলাই মদ উদ্ধার পরবর্তী জব্দ করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া বলেন, 'চাউলের বস্তায় ৭০ কেজি চাল ও ১৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।'
স্থানীয় জনগণ পুলিশের এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন, এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে এমন তৎপরতা আরও বাড়ানো উচিত।
আরমান/সাএ
সর্বশেষ খবর