
খাগড়াছড়ির দীঘিনালায় ১৬ লাখ টাকার অবৈধ বিদেশী অরিস সিগারেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ২ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৪ মে) রাত সাড়ে ১২টার দিকে দীঘিনালার ছোট মেরুং পুলিশ ফাঁড়ির সামনে গাড়ি দিয়ে পরিবহনের সময় এ সিগারেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১)। উভয়ের বাড়ি ছোট মেরুং সোবহানপুর গ্রামে। তাদের পিতার নাম মো. শামছুল আলম।
পুলিশ জানায়, 'রেজিস্ট্রেশনবিহীন দুটি মাহিন্দ্রা গাড়িতে পাচারকালে ১৪ হাজার বিদেশি অরিস ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। অভিযানে দুই চোরাকারবারিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানটি পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফরিদুল আলম। সিগারেট ও গাড়িগুলো ঘটনাস্থলেই তালিকা মূলে জব্দ করা হয়।
এ বিষয়ে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, “এটি একটি পরিকল্পিত ও গোয়েন্দাভিত্তিক অভিযান। আমাদের পুলিশ সদস্যরা সাহসিকতা ও সতর্কতার সঙ্গে রাতের আঁধারে চোরাকারবারিদের আটক করেছে। উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। এ ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, দীঘিনালায় কোনো ধরনের অবৈধ পণ্য পাচার ও চোরাচালান বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, “চোরাচালানকারীদের আইনের আওতায় আনতে এবং সীমান্তবর্তী এলাকায় অবৈধ বাণিজ্য বন্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।'
আরমান/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর