
জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে আওয়ামীলীগের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) ভোররাতে উপজেলার মহাদান ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ৮ নং মহাদান ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি সোলেমান হোসেন খান এবং একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আঃ রশিদ।
পুলিশ সূত্রে জানা গেছে, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা কর্মসূচিতে শিমলা বাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আওয়ামীলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। ০৪/০৮/২০২৪ ইং তারিখের বিকেলে এই হামলার ঘটনায় ০২/১০/২০২৪ ইং তারিখে মামলা দায়ের করা হয়। উক্ত মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মহাদান ইউনিয়নের খান বাড়ি থেকে সোলেমান হোসেন খান এবং একই ইউনিয়নের বাঁশবাড়ী এলাকা থেকে আঃ রশিদকে গ্রেফতার করে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল হাসান রাশেদ জানান, পৃথক দুটি অভিযানে ২জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরমান/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর