সুনামগঞ্জের ধর্মপাশায় এক পুলিশ সদস্যসহ দু'জনকে মাদকসহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার ভোরে উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মধ্যনগর থানার পুলিশ সদস্য ও শেরপুর জেলার নখলা উপজেলার মাফলার গ্রামের বাসিন্দা সম্রাট আলী (২৯) এবং মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নান্টু সরকারের ছেলে সুমন চন্দ্র সরকার (৩২)।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১ পুরিয়া হেরোইন, হেরোইন বিক্রির হিসাব রেজিস্টার ২টি, হেরোইন মাপার মেশিন ২টি, নগদ ৫,৫০০ টাকা, ৪টি মোবাইল ফোন এবং ২টি মোটরসাইকেল।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে ধর্মপাশা সেনাবাহিনী।
এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীউল্লাহ জানান, তিনি থানার বাইরে আছেন এবং এ বিষয়ে পরে জানাবেন।
তবে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহীন জানান, তার থানায় কর্মরত এক পুলিশ সদস্য আটকের খবর শুনেছেন, তবে এখনো নিশ্চিত নন। তিনি খোঁজ নিয়ে জানাবেন বলে উল্লেখ করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর