
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল বিতরণে অর্থ আদায়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহকে আহবায়ক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীনকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা শায়লা নাজনীন শনিবার (২৪ মে) তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে গত শুক্রবার দলীয় আদর্শ শৃঙ্খলা বিরোধী সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ সম্পাদক আক্তারুজ্জামান রিপনকে তার পদ ও সকল দলীয় পদ থেকে বহিষ্কার করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবীর তালুকদার শামীম। পাশাপাশি একই অভিযোগে শনিবার পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন শেখকে তার দলীয় সকল প্রকার পদ থেকে বহিষ্কার করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোরসেদ আলম তালুকদার।
এদিকে শনিবার (২৪ মে) সকালে সরিষাবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক একে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন ও সদস্য সচিব মো: রবিউল ইসলাম দলীয় আদর্শ শৃঙ্খলা বিরোধী সুনির্দিষ্ট অভিযোগে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাবুকে তার দলীয় সকল পদ পদবি থেকে বহিষ্কার করে। হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল বিতরণে অর্থ আদায়ের ঘটনায় জড়িত আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য মোবারক হোসেনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এনে তার ইউপি সদস্য'র পদ থেকে অব্যাহতির দাবী জানিয়েছে এলাকাবাসী।
উল্লেখ্য, গত বুধবার পোগলদিঘা ইউনিয়নে ভিজিডি কার্ড বিতরণে হতদরিদ্রদের নিকট থেকে ২শত টাকা আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, ব্যক্তির দায় ভার কখনো দল নিবে না। ইতিমধ্যে ৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
সরিষাবাড়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল বলেন, আমাকে তদন্ত কমিটিতে সদস্য রাখা হয়েছে।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিসা রিসিল বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আরমান/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর