
ঝিকরগাছার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী শাবানা বেগমের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের আদালত।
যশোরের স্পেশাল জজ (জেলা জজ) এস,এম, নুরুল ইসলাম শনিবার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ।
শাবানা বেগম ঝিকরগাছার নির্বাসখোলা গ্রামের আইমুদ্দীন গাজীর মেয়ে। এছাড়া এ মামলায় আরেক আসামি শার্শার বালুন্ডা গ্রামের শফিকুল আওলিয়াকে খালাস প্রদান করেছেন।
উল্লেখ্য, গত ২০১৬ সালের ১৭ জুলাই শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জামতলা-শার্শা সড়কের বিশ্বাস ব্রিকসের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ শাবানা বেগমকে আটক করে। দুইজন মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। এসময় পালিয়ে যায় শফিকুল আওলিয়া। এ ঘটনায় শার্শা থানার এসআই মুরাদ হোসেন বাদী হয়ে ওই দুইজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ২০১৭ সালের ৩১ জুলাই ওই দুইজনকে অভিযুক্ত করে একই থানার এসআই শফিকুল ইসলাম ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
শনিবার (২৪ মে) এ মামলার রায় ঘোষণার দিনে শাবানার উপস্থিতিতে বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে শাবানাকে কারাগারে পাঠানো হয়।
আরমান/সাএ
সর্বশেষ খবর