
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘অনুপমা রায় সুচি’ (Anupoma Roy Suchi) নামের একটি অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যেখানে নিজেকে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে পরিচিত করে দেয়া হয়েছে রাজনৈতিক বক্তব্যপূর্ণ একটি স্ট্যাটাস।
পোস্টে বলা হয়েছে, ‘আমি একজন জুলাই যো/দ্ধা হয়ে আজ বলতে বাধ্য হচ্ছি, সুযোগ পেলে আবার মাঠে নামবো শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য...।’ খবর রিউমর স্ক্যানার
পোস্টটিতে কেন্দ্রীয় ‘জুলাই আন্দোলনের’ কিছু নেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্বকে কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ তুলে শেখ হাসিনাকে ‘বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই পোস্টে গাজীপুরের ছাত্রলীগ নেতা নাসির মোড়লসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে ট্যাগ করা হয়।
পোস্টটি ছড়িয়ে পড়ার পর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও গাজীপুরের ছাত্রলীগ নেতা নাসির মোড়লসহ অনেককে তা শেয়ার করতে দেখা যায়, যা পোস্টটির গুরুত্ব এবং বিতর্ক আরও বাড়িয়ে তোলে।
তবে ‘রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে’ উঠে এসেছে ভিন্ন চিত্র। বিশ্লেষণে দেখা গেছে, ‘অনুপমা রায় সুচি’ নামে ব্যবহৃত অ্যাকাউন্টটি ভুয়া এবং এতে ব্যবহার করা হয়েছে একজন ভারতীয় নারীর ছবি।
ভুয়া অ্যাকাউন্টের প্রকৃত তথ্য
রিউমর স্ক্যানার জানায়, ফেসবুক অ্যাকাউন্টটি ২০২৫ সালের এপ্রিল মাসে খোলা হয়েছে। অ্যাকাউন্টের টাইমলাইনে আলোচিত পোস্টটির আগে কেবল কিছু ছবির পোস্ট ছাড়া অন্য কোনো কনটেন্ট নেই। উল্লেখযোগ্যভাবে, শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ‘পিয়ার আলী বিশ্ববিদ্যালয়, মাওনা, গাজীপুর’ নাম উল্লেখ করা হয়েছে, যার অস্তিত্ব নিয়েও প্রশ্ন রয়েছে।
প্রোফাইল ছবি ও কাভার ফটো বিশ্লেষণে দেখা যায়, এসব ছবি ভারতীয় এক নারীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে। ওই নারীর নাম ‘তিথি বিশ্বাস’, যিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
নুপমা রায় সুচির অ্যাকাউন্টে ব্যবহৃত প্রোফাইল ছবি ৪ দিন আগে আপলোড করা হলেও, একই ছবি ‘তিথি বিশ্বাসের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি ২০২৪’ সালে পোস্ট করা হয়েছে। তদুপরি, কাভার ফটো হিসেবে ব্যবহৃত ছবিটি তিথি বিশ্বাস ১৪ এপ্রিল ২০২৪ সালে একটি পোস্টে অন্য দুই নারী-কোয়েল বিশ্বাস ও শিবানী মণ্ডলকে ট্যাগ করে দিয়েছিলেন।
এ তথ্য থেকে স্পষ্ট, ‘অনুপমা রায় সুচি’ নামের ফেসবুক অ্যাকাউন্টটি ‘তিথি বিশ্বাসের ছবি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া অ্যাকাউন্ট’। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা এই আইডিটি রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে।
মাজিক যোগাযোগমাধ্যমে তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। বিশেষ করে রাজনৈতিক প্রসঙ্গে গড়ে ওঠা বিভ্রান্তিকর পোস্টগুলো সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে।
ফ্যাক্টচেক অনুসারে, ‘অনুপমা রায় সুচি নামে পরিচিত অ্যাকাউন্টটি একটি ভুয়া অ্যাকাউন্ট, যা ভারতীয় নারীর ছবি ব্যবহার করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর