
'নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ও সেবা গ্রহীতাদের মাঝে খতিয়ানের কপি হস্তান্তরের মাধ্যমে তিন দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া। পরে ভূমি অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
ভুমি অফিসের সায়রাত সহকারী মো. ইমরান হোসেন'র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ সাফকাত আলী, কৃষি কর্মকর্তা জহির রায়হান, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মো. আমানউল্লাহ আমানসহ বিভিন্ন মৌজা ও বিভিন্ন পাড়ার হেডম্যান-কার্বারীগণ।
বক্তারা তাদের বক্তব্যে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সেবার স্বচ্ছতা, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ, নিয়মিত ভূমি কর পরিশোধসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে শতভাগ ভূমি উন্নয়ন কর আদায় ও সন্তোষজনক কার্যক্রমের জন্য ১১ জন হেডম্যানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আরমান/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর