
বারবার ভূল চিকিৎসাসহ অপারেশন থিয়েটারে নবজাতক ও প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের শাস্তিসহ ক্লিনিকটি বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।
রোববার (২৫মে) দুপুরে পাবনা ঈশ্বরদীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন আকলিমা সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে এসব কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার, স্বজন ও এলাকাবাসী।
এই সময় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ক্লিনিকের আবাসিক চিকিৎসক রাবেয়া বসরী রোজির শাস্তি দাবী করেন। একইসঙ্গে মানুষ হত্যা করার কসাইখানা উল্লেখ করে আকলিমা সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবি জানান তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ভুক্তভোগী পিতা ফারুক হোসেন, মা নদী বেগম, দাদি নুরজাহান বেগম ও স্বজন রাজিব পাটোয়ারি প্রমুখ।
ভুক্তভোগী ফারুক হোসেন অভিযোগ করেন, ক্লিনিকটিতে আবাসিক চিকিৎসক হিসেবে ডাক্তার রাবেয়া বসরী রোজি নামে একজন দায়িত্বে রয়েছেন। বিগত তিন মাসে অপারেশন থিয়েটারের সিজারের নামে তার হাতে চারটি নবজাতক ও প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসার মাধ্যমে তার নবজাতক কন্যা শিশুকেও হত্যা করেছে। এখন আমার স্ত্রীর অবস্থাও ভালো নয়। এইরকম হাতুড়ে চিকিৎসকের মাধ্যমে আর যেন কোন নবজাতক ও প্রসূতির মৃত্যু না ঘটে সেই জন্য তার শাস্তি দাবী করেন তিনি। একইসঙ্গে হাতুড়ে ডাক্তার দিয়ে ক্লিনিকে অপারেশনসহ গর্ভবতী মায়েদের চিকিৎসা দেওয়ার সুযোগ যেনো আকলিমা ক্লিনিক আর না পায় সেই জন্য ক্লিনিকটিও বন্ধের দাবী জানান তিনি।
ডাক্তার রাবেয়া বসরীর ভুল চিকিৎসার কারণে ফারুকের নবজাতক শিশুর মৃত্যু হয়েছে দাবী করে তদন্তসহ শাস্তির দাবিতে পাবনা সিভিল সার্জন অভিযোগ দায়ের করেছেন। একইসঙ্গে থানাতেও একটি এজাহার দায়ের করেছেন বলে জানান তিনি।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, আকলিমা ক্লিনিকে ডাক্তার রাবেয়া বসরী রোজির হাতে বিগত চলতি মাসে দুই নবজাতক ও এক প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে। তার আগে সাহাপুর মন্ত্রীর মোড়স্থ সুজন প্রামাণিকের স্ত্রী-সন্তানের মৃত্যু ঘটে।
এ বিষয়ে আকলিমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক চিকিৎসক ডাক্তার রাবেয়া বসরী রোজী বলেন, ’ভুল চিকিৎসায় এই ক্লিনিকে তার হাতে কোন প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়নি। আমার বিরুদ্ধে নবজাতকসহ প্রসূতির মৃত্যুর যে অভিযোগ দায়ের করা হচ্ছে তা সঠিক নয়।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর বলেন, ’এই বিষয়ে ফারুক নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
পাবনার সিভিল সার্জন মো. আবুল কালাম আজাদ বলেন, ’এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আলী এহসান বিজয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আলী এহসান বিজয় বলেন, ’এই বিষয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসক ডাক্তার ইব্রাহিম হোসেন, ডাক্তার কাবেরী শাহ্ ও আরএমও ডাক্তার সাহেদুল ইসলাম শিশির সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।’
আকলিমা ক্লিনিক এন্ড ডায়াগনেস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডাক্তার হোসনে আরা জলি বলেন, ’আকলিমা ক্লিনিক একটি অবকাঠামো। অবকাঠামোর তো কোন ভূল হতে পারে না। চিকিৎসক যদি কোনরুপ ভুল করে থাকে তা তদন্তে প্রমানিত হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডাক্তারের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।’
আরমান/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর