
দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিরব থাকা, হত্যা মামলা যুক্ত থাকা ও আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় দেশে ফিরতে পারছেন তিনি। এর মাঝেই নতুন এক মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সাকিবের বাবা খন্দকার মাসরুর রেজাকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাগুরায় বিএনপির অফিস ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় খন্দকার মাসরুর রেজাসহ ৭৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
গত ১৮ মে মাগুরা সদর থানায় মামলাটি করা হলেও সোমবার (২৬ মে) বিষয়টি জানাজানি হয়। মামলার বাদী মো. আবু তাহের মাগুরা সদর উপজেলার পাথরা গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে বিএনপির একজন কর্মী এবং ওই কার্যালয়ের কেয়ারটেকার হিসেবে উল্লেখ করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ৪ আগস্টের ঘটনায় এ মামলা হয়েছে। তবে এ মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি, তদন্ত চলছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মাগুরা শহরের ইসলামপুরপাড়ায় অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় ভেতরে থাকা চেয়ার, টেবিল, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।
পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় বিএনপি অফিসের পশ্চিম পাশে অবস্থিত মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর এর বাড়ি ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এতে আরও বলা হয়, আসামিরা পরস্পর সংঘবদ্ধ সন্ত্রাসী। তারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। এজাহারে উল্লেখ করা হয়, এক নম্বর আসামি খন্দকার মাসরুর রেজা ঘটনাস্থলে উপস্থিত থেকে বিএনপি কার্যালয় পুড়িয়ে দেয়ার হুকুম দেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হচ্ছেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ রেজাউল ইসলাম ও জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর