
শাজাহানপুর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে মোকসেদ আলী প্রাং (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।মোকসেদ আলীর বাড়ি শাজাহানপুর উপজেলার মানিকদিপাত্ত রপাড়া গ্রামে। তিনি মৃত কছিমুদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে,
মোকসেদ আলী বিকেলে টেংড়ামাগুর বাজারে গিয়ে বাজার করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা৭টার দিকে বাঁশবাড়িয়া বগুড়া-নাটোর মহাসড়কের পাশে রাইচ মিলের নিকট ধানের জমির আইলে প্রস্রাব করার জন্য যায়। এ সময় একটি বিষাক্ত সাপ তার ডান পায়ের
বৃদ্ধাঙ্গুলিতে কামড় দেয়। বিষের যন্ত্রণায় তিনি রাস্তার পাশে পড়ে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, এলাকাটিতে সাপের উপদ্রব বেড়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাপ নিধনে
ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর