
শাহজাদপুর উপজেলার এনায়েতপুরে পারিবারিক কলহের জেরে লাবনী আক্তার (৮) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত লাবনী আক্তার এনায়েতপুর থানার ব্রাক্ষণ গ্রামের নাহিদ আলমের মেয়ে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, শিশুটির বাবা ঢাকায় থাকেন। শিশুটি অসুস্থ মায়ের সাথে নানির বাড়িতে থাকত। শুক্রবার রাতে অসুস্থ অবস্থায় শিশুটিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই সে মারা যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় শিশুটির বাবা নাহিদ আলম বাদী হয়ে শনিবার সকালে অসুস্থ স্ত্রী নার্গিস খাতুন ও শাশুড়ি লালবানুর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর শিশুটির নানিকে গ্রেপ্তার করা হয়েছে। বাদী এজাহারে পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে উল্লেখ করেছেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর