
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারে আজ বেলা ১২টার দিকে দ্রুতগতির আলমসাধুর ধাক্কায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত সিরাজুল ইসলাম আলুকদিয়া বাজার এলাকার বাসিন্দা এবং সদর উপজেলা পরিষদের সাবেক প্রসেস সার্ভার (জারিকারক) ছিলেন। তিনি তিন মাস আগে অবসর-প্রস্তুতিকালীন ছুটিতে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আলুকদিয়া বাজারের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি আলমসাধু তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর চালক আলমসাধু নিয়ে পালিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর