
কিশোরগঞ্জ: জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, এটিএম আজহারুল ইসলামের বিচার একটি সুবিচার হয়েছে। তবে যারা জামায়াত নেতাদের বিচারের নামে অন্যায়ভাবে হত্যা করেছে, তাদেরও বিচার হওয়া উচিত।
শনিবার (৩১ মে) কিশোরগঞ্জ জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মুজিবুর রহমান বলেন, জনগণ নির্বাচন চায়, তবে আগের মতো যেনতেন নির্বাচন চায় না। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি ভোট ব্যবস্থা সংস্কারের ওপর জোর দেন। তিনি বলেন, "আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব"- এই স্লোগানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই ভোট ও নির্বাচন ব্যবস্থাকে জীবন্ত করতে হবে।
তিনি আরো বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না।
জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী, ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য রাখেন।
সম্মেলনে অধ্যাপক মুজিবুর রহমান কিশোরগঞ্জের ছয়টি আসনের প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর