
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হযরত আলীর বিরুদ্ধে সরকারি বিভিন্ন ভাতার কার্ড পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঘুষের টাকা কম হওয়ায় অনেককে কার্ড দেওয়া হয়নি।
চকশিয়ালকোল গ্রামের রুখসানা খাতুন জানান, তার মেয়ের গর্ভাবস্থায় মাতৃত্বকালীন ভাতার কার্ডের জন্য মেম্বার আব্দুস সালামের কাছে গেলে তিনি হযরত আলীর কাছে যেতে বলেন। অভিযোগ অনুযায়ী, হযরত আলী রুখসানার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন এবং পরে আরও তিন হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তিনি কার্ড করে দেননি এবং ঘুষের টাকাও ফেরত দেননি।
হযরত আলীর বিরুদ্ধে স্মার্ট ফ্যামিলি কার্ড (টিসিবি) বিতরণেও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি একটি ভিডিওতে তাকে টিসিবির কার্ড দেওয়ার সময় স্থানীয়দের কাছ থেকে ১০০ থেকে ২০০ টাকা করে নিতে দেখা যায়।
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মেরাজ হোসেন মিসবাহ জানান, হযরত আলীর বিরুদ্ধে উত্থাপিত একটি অভিযোগের তদন্ত তিনি করছেন এবং দ্রুতই প্রতিবেদন জমা দেওয়া হবে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন জানান, ইউপি সদস্য হযরত আলীর বিরুদ্ধে পূর্বের একটি অভিযোগের তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে ইউপি সদস্য হযরত আলী অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, অভিযোগকারীরা মিথ্যা তথ্য দিয়েছেন এবং তিনি কারো কাছ থেকে টাকা নেননি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর