
যশোর জেনারেল হাসপাতালে এইডস (এইচআইভি) আক্রান্ত এক নারী সফল সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। রোববার (১ জুন) সকালে গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. জেসমিন সুলতানার নেতৃত্বে সাত সদস্যের একটি মেডিকেল টিম বিশেষ নিরাপত্তাব্যবস্থায় এই অস্ত্রোপচার সম্পন্ন করে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। চিকিৎসকদের দায়িত্ব রোগীর সেবা নিশ্চিত করা। সংক্রমণ এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে পরীক্ষা-নিরীক্ষায় ওই নারীর শরীরে এইচআইভি সংক্রমণ ধরা পড়ে। তখন তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গর্ভাবস্থার জটিলতা বিবেচনায় চিকিৎসকরা সিজারিয়ান পদ্ধতিতে সন্তান জন্মদানের পরামর্শ দেন।
চিকিৎসকদের এই মানবিক ও পেশাদার ভূমিকার কারণে হাসপাতালজুড়ে প্রশংসা চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর