
রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি কর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মাছপাড়া রেল স্টেশন এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর আলী প্রামানিক।
বক্তব্য রাখেন মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিয়া টিপু, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম খোকন, জেলা ছাত্রদলের নেতা সজীব রাজা প্রমুখ।
আরিফুল ইসলাম টিপু মিয়া বলেন, দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি এবং নিরীহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রকাশ্যে মাছপাড়া বাজারে চাঁদা নেওয়া হয়েছে এবং পরে তা ফেরত দেওয়া হয়েছে।
টিপু মিয়া বলেন, 'আমাকে হয়রানি করতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিগত দিনে আওয়ামী লীগের মন্ত্রী জিল্লুল হাকিমও অনেক চেষ্টা করে লাভ হয়নি। আপনাদের একজন উপ-সচিব আছেন বলে প্রশাসনকে ব্যবহার করে অপকর্ম করে যাচ্ছেন। এর জবাব পাংশার মানুষ দেবে। দ্রুত সময়ের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার করুন, অন্যথায় মাছপাড়ার মানুষ কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে।'
বিকেল ৪টা থেকে মাছপাড়া ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে মিছিলসহ নেতাকর্মীরা স্টেশন এলাকায় জমায়েত হয়। পরে মাছপাড়া বাজার মিছিলের নগরীতে পরিণত হয়। বিশাল মিছিল মাছপাড়া বাজার এলাকা প্রদক্ষিণ শেষে স্টেশন এলাকায় প্রতিবাদ সভায় মিলিত হয়।
মিছিল ও প্রতিবাদ সভায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর