
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার (৪ জুন) সকাল ৭টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, সাতরশিয়া গ্রামটি ভারতের সীমান্তঘেঁষা। প্রায় সময় সীমান্ত পার হয়ে গবাদিপশু ভারতের দিকে চলে গেলে বিএসএফ সেগুলো তাড়া করে। আজ সকালে এমনই এক ঘটনায় ছাগল তাড়াতে গিয়ে এক বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।
পরবর্তীতে বিজিবিকে খবর দেওয়া হলে জহুরপুর বিওপির (বর্ডার আউটপোস্ট) সদস্যরা ঘটনাস্থলে এসে ওই বিএসএফ সদস্যকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
৫৩ বিজিবির হাবিলদার মানিক জানান, ঘটনাটি সম্পর্কে অধিনায়ক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন এবং অল্প সময়ের মধ্যেই একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর