
নড়াইলের কালিয়া উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৪ জুন) উপজেলার আটলিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো রাহাদ শেখ (৩) ও রিহান শেখ (৩)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। রাহাদ শেখ আটলিয়া গ্রামের সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে এবং রিহান শেখ একই গ্রামের রিয়াজ শেখের ছেলে।
এলাকাবাসী জানায়, সকালে খাবার পর রাহাদ ও রিহান বাড়ির উঠানে খেলছিল। তাদের মা ও চাচি গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসতে দেখা যায়। দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর