পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব জেলার সংবাদপত্র হকারদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে। বুধবার (৪ মে) দুপুরে ক্লাবের পক্ষ থেকে ২৮ জন হকারের পরিবারের জন্য উন্নতমানের শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়।
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আল আমিনের সঞ্চালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি শফিক আদনান, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তী, কিশোরগঞ্জ জেলা পত্রিকা হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রবিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা সংবাদপত্র হকারদের কাজের গুরুত্ব তুলে ধরেন এবং তাদের কল্যাণে প্রেস ক্লাবের ধারাবাহিক কার্যক্রমের কথা উল্লেখ করেন।
ঈদ উপহার পেয়ে হকাররা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সভাপতি আলী রেজা সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রোকেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তন্ময় আলমগীর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সাইফুল্লাহ সাইফ, জনসংযোগ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন আকাশ, সদস্য মশিউর রহমান নাদিম, শহীদুজ্জামান শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘সত্য প্রকাশে ঐক্যবদ্ধ’ এই স্লোগানে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে ২০২৪ সালের ২৮শে অক্টোবর কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি স্থানীয় সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও কল্যাণে কাজ করে যাচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর