
মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রমকে আরও গতিশীল ও সহজ করার লক্ষ্যে খুলনায় চেয়ারম্যানের দপ্তর পুনরায় চালু করা হয়েছে। বন্দর ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার (৪ জুন) মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকাংশ ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীর অফিস খুলনাতে অবস্থিত হওয়ায়, তাঁদের দীর্ঘদিনের অনুরোধের প্রেক্ষিতে এই দপ্তরটি পুনরায় চালু করা হলো। এর ফলে বন্দর ব্যবহারকারীরা এখন থেকে খুলনা অফিসেই বন্দর সংক্রান্ত কাজ সহজে সম্পন্ন করতে পারবেন।
বন্দর ব্যবহারকারীরা মনে করছেন, এই দপ্তর চালু হওয়ায় সময় সাশ্রয় হবে এবং বন্দর সংশ্লিষ্ট কার্যক্রমে গতিশীলতা বাড়বে। এটি তাঁদের বন্দর ব্যবহারে আরও উৎসাহিত করবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে সহায়ক হবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতিশ্রুতি এবং বন্দর ব্যবহারকারীদের চাহিদার প্রতি সম্মান জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের খুলনা অফিস আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৬ সালের ১ ডিসেম্বর মোংলা বন্দরের অপারেশনাল কার্যক্রম খুলনা থেকে মোংলায় স্থানান্তর করা হয়েছিল। এরপর ১৯৮৭ সালে অন্যান্য অফিসসহ অধিকাংশ স্থাপনাই মোংলায় নিয়ে যাওয়া হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর