
ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে তেমন কোনো ভোগান্তি না থাকায় স্বস্তিতে ঘাট পার হচ্ছে যাত্রী ও যানবাহন।
বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া ঘাটে যাত্রীদের ভিড় দেখা যায়। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরি ও লঞ্চে ছিল উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী। দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাটে নেমে যাত্রীরা যাত্রীবাহী পরিবহন, মাহেন্দ্র ও মোটরসাইকেলে করে গন্তব্যের দিকে রওনা হন। ঘাটে যানজট না থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো সরাসরি ফেরিতে করে ঢাকায় যাচ্ছে।
ঢাকা থেকে কুষ্টিয়াগামী আলম মিয়া জানান, সকালে মোটরসাইকেল যোগে ঢাকা থেকে রওনা দিয়েছেন। ঘাট এলাকায় যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই পদ্মা পাড়ি দিয়ে দৌলতদিয়া এসেছেন। মহাসড়ক ও ফেরিঘাটে যানজট না থাকায় মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে।
হালিমা বেগম নামের এক যাত্রী বলেন, পদ্মা সেতু চালুর আগে ফেরিঘাটে প্রচুর ভোগান্তি হতো। সেতু চালুর পর সেই ভোগান্তি আর নেই। মহাসড়ক বা ফেরিঘাটে কোথাও কোনো ভোগান্তি নেই বলে তিনি আনন্দ প্রকাশ করেন।
আলী হোসেন জানান, গাবতলী থেকে লোকাল বাসে এসে পাটুরিয়া ঘাট হয়ে দৌলতদিয়া ঘাটে এসেছেন। কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি যেতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন জানান, সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোনো যানজট বা ভোগান্তি নেই। এই নৌপথে ছোট বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর