
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ কিশোরগঞ্জ জেলার ১৮টি পরিবারের সদস্যদের ঈদ উপহার দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহীদ স্বজনদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারকে ১০ হাজার টাকার চেক এবং ঈদ সামগ্রীর একটি প্যাকেট দেওয়া হয়।
অনুষ্ঠানে শহীদ তরিকুল ইসলাম রুবেলের বড় ভাই ইফতেখারুল ইসলাম জুয়েল শহীদ পরিবারগুলোর পাশে থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, শহীদ পরিবারগুলোর দায়িত্ব নেওয়া রাষ্ট্রসহ আমাদের সকলের দায়িত্ব। তিনি আরও বলেন, জেলার ১৮ জন বীর শহীদের কবর বাঁধাই করে দেওয়া হবে, যেন তাদের স্মৃতি চিরজাগ্রুক থাকে। এ জন্য জেলা পরিষদের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. মাহমুদুল ইসলাম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলমসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর