
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় আজ সোমবার বিকেলে ট্রাকের ধাক্কায় হাফেজ মোহাম্মদ হুজাইফা শুভ (২০) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় সুলাইমান (২০) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে আন্দুলবাড়িয়া সড়কে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ দর্শনা থানাধীন কুড়ালগাছি গ্রামের আরিফুজ্জামানের ছেলে। তিনি যশোর মনিরামপুর কওমি মাদ্রাসার মাওয়ালানা বিভাগের ছাত্র ছিলেন। আহত সুলাইমান জীবননগর দেহাটি গ্রামের হারুনের ছেলে।
নিহতের চাচা আল-আমীন জানান, শুভ খালাতো ভাই সুলাইমানের সঙ্গে মোটরসাইকেলে করে খালার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আন্দুলবাড়িয়া সড়কে পৌঁছালে পেছন থেকে একটি ইট বহন করা ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শুভ মারা যান এবং সুলাইমান গুরুতর আহত হন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জাহান জেসি জানান, শুভকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আহত সুলাইমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে শুভ'র দাফনকার্য সম্পন্ন করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর