
জামালপুরের সরিষাবাড়ীতে তিনটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামে এগুলো পাওয়া যায়। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট (বোম ডিস্পোজাল ইউনিট) বোমাগুলো নিষ্ক্রিয় করে।
স্থানীয় সূত্রে জানা যায়, চর আদ্রা উত্তর পাড়া এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটার সময় বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদের জমিতে তিনটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা স্থানীয় সেনা ক্যাম্পে খবর দেয়।
শহীদ সালাউদ্দিন সেনানিবাস থেকে একটি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে বোমা সদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে এবং বিস্ফোরণ ঘটিয়ে সেগুলোকে নিষ্ক্রিয় করে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয়দের ধারণা, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় অব্যবহৃত বোমাগুলো মাটির নিচে চাপা পড়েছিল।
১৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের মেজর আব্দুল্লাহ আল মারুফ জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য মাটি কাটার সময় হ্যান্ড গ্রেনেড সদৃশ্য তিনটি বস্তু পাওয়া যায়। বোমাগুলো নিষ্ক্রিয় করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর