
সিংড়া উপজেলায় ঈদের ছুটিতে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ফাতেমা আক্তার (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাকুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
ফাতেমা একই উপজেলার কৈগ্রামের ফেরদৌস আলীর মেয়ে। সে মায়ের সঙ্গে পাকুড়িয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ফাতেমা তার মা আমিনা বেগমের সাথে নানার বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় মায়ের অগোচরে সে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ ভেসে ওঠে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুকুরে একসঙ্গে অনেকে গোসল করছিল। এ কারণে ফাতেমা কখন ডুবে গেছে, তা কেউই বুঝতে পারেনি। পুকুর থেকে ওঠার সময় তার মা মেয়েকে খুঁজে না পেয়ে বিষয়টি জানতে পারেন।
সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।
সর্বশেষ খবর