
আওতাপাড়া এ.বি.সি আলিম মাদ্রাসায় প্রথমবারের মতো প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক জমকালো পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ জুন) পাবনা পাকশী রোড সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মিলিত হন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল করিম। সাবেক শিক্ষার্থী শরিফুল ইসলাম উজ্জলের সভাপতিত্বে ১৯৮৯ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
সকাল ৯টায় জাতীয় সংগীত ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্মৃতিচারণামূলক বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আগত সাবেক শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, "দীর্ঘদিন পর প্রিয় শিক্ষক ও সহপাঠীদের একসাথে দেখে মন ভরে উঠেছে। আমরা চাই প্রতি বছর এমন আয়োজন করা হোক।"
আয়োজক কমিটি জানায়, "মাদ্রাসার ইতিহাসে এটি একটি মাইলফলক। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।"
দিনশেষে এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, আওতাপাড়া এ.বি.সি আলিম মাদ্রাসা ১৯৪৭ সালে পাবনা পাকশীতে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ১৯৬২ সালে দাখিল স্তর, ১৯৮৯ সালে আলিম স্তরের অনুমতি এবং ১৯৯১ সালে আলিম স্তরের স্বীকৃতি লাভ করে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর