
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরে ডুবে আরাফাত (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের কালামুড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।
আরাফাত ধান্যদৌল (কালামুড়িয়া) গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং কালামুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। সে এক ভাই ও এক বোনের মধ্যে ছোট।
নিহতের স্বজনরা জানান, দুপুর ১২টার দিকে আরাফাত খেলার ছলে সবার অজান্তে বাড়ির পশ্চিম পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ডুবন্ত অবস্থায় পায়। দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ তোফায়েল আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
সর্বশেষ খবর