
শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের হাটপাচিল এলাকায় যমুনা নদীর ভাঙনে দুই শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়েছে। বিগত কয়েক বছরের ভাঙনে আশ্রয়স্থল হারানোর পর থেকে বাস্তুহারা পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।
শনিবার হাটপাচিল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর মানববন্ধন করে যমুনার ভাঙনে গৃহহীন দুই শতাধিক নারী-পুরুষ মাথা গোঁজার ঠাঁইয়ের দাবি জানান। মানববন্ধনে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত মাজেদা খাতুন, জীবন বেওয়া, আজিদা বেগম, মানিক ব্যাপারি, লেদু শেখ প্রমুখ তাদের আশার কথা তুলে ধরেন।
বিধবা মাজেদা খাতুন জানান, স্বামীহারা হওয়ার পর সন্তানদের নিয়ে কষ্টে জীবন কাটছিল। কিন্তু যমুনার ভাঙনে শেষ আশ্রয়টুকুও হারিয়েছেন। অন্যের জমিতে পলিথিন ও টিনের ছাউনি দিয়ে কোনোমতে দিনাতিপাত করছেন তিনি। জীবনের শেষ প্রান্তে এসে তিনি সরকারের কাছে স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করার আবেদন জানান।
আশ্রয়হারা আজিদা বেগম, মানিক ব্যাপারি ও লেদু শেখ বলেন, যমুনা তাদের সবকিছু কেড়ে নিয়েছে। বারবার বাড়িঘর তলিয়ে যাওয়ার পর তারা ক্লান্ত। অন্যের জায়গায় ভাড়া থাকলেও নিয়মিত টাকা দিতে না পারায় মালিকেরা তাদের তাড়িয়ে দিচ্ছেন। তারা সরকারের কাছে মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা করার দাবি জানান।
এলাকার সমাজকর্মী ইয়াসিন কবির চতুর জানান, আশ্রয়হীনদের জন্য সরকারি বিভিন্ন দফতরে ঘুরেও কোনো সাহায্য পাওয়া যায়নি।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর