
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ শুক্রবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের আট সদস্যসহ চোর-ছিনতাইকারী চক্রের ১৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খানের নির্দেশনায়, ওসি মহিনুল ইসলামের তত্ত্বাবধানে থানা পুলিশের একাধিক দল শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে কিশোর গ্যাংয়ের আট সদস্য এবং চোর-ছিনতাইকারী চক্রের সক্রিয় ১৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: নয়ন, ফয়সাল, তাসকিন, প্রান্ত, সাগর, ইফতেখার, মকবুল, আরাফাত, যুবলীগ কর্মী টিপু ও চাঁদাবাজ শাহজাদা সহ চোর-ছিনতাইকারী চক্রের অন্য সদস্যরা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর