
টানা কয়েকদিনের তীব্র তাপদাহের পর কিশোরগঞ্জে বৃষ্টি হওয়ায় জনজীবনে স্বস্তি ফিরেছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়। এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে।
বৃষ্টিতে শহরের কিছু নিচু এলাকায় পানি জমায় সাময়িক ভোগান্তি হলেও তীব্র গরম থেকে মুক্তি পাওয়ায় খুশি এলাকার মানুষ।
শহরের স্টেশন রোড এলাকার বাসিন্দা আব্দুল্লাহ জানান, কয়েকদিনের গরমে হাঁসফাঁস লাগছিল। বৃষ্টি হওয়ায় আবহাওয়া অনেক ठাণ্ডা হয়েছে, যা প্রাণিকুলের জন্য স্বস্তিদায়ক।
গাইটাল এলাকার নাজিম উদ্দিন বলেন, বৃষ্টিতে পানি জমলেও গরম থেকে রেহাই পাওয়া গেছে। অনেকেই বৃষ্টিতে ভিজে শীতল হাওয়া উপভোগ করছেন।
রিকশাচালক ইজ্জত আলী জানান, গরমে রিকশা চালাতে খুব কষ্ট হচ্ছিল। বৃষ্টি হওয়ায় এখন আরাম লাগছে এবং ভাড়াও বেশি পাওয়া যাচ্ছে।
কিশোরগঞ্জ নিকলী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মোঃ আমিরুল ইসলাম শিপন জানান, শুক্রবার কিশোরগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বৃষ্টির পর তাপমাত্রা ৩০ ডিগ্রিতে নেমে এসেছে।
তিনি আরও জানান, আগামী কয়েক দিন মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা আরও কমতে পারে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর