
সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বাদুরিয়া গ্রামে দুষ্কৃতিকারীরা এক চক্ষু চিকিৎসকের চেম্বারে ভাংচুর চালিয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুঠিরহাট বাজারের পাশে চিকিৎসক গোলাম রসুল সুমনের চেম্বারে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিকিৎসক গোলাম রসুল সুমন চেম্বারে রোগী দেখছিলেন। এসময় স্থানীয় আড়কাইম গ্রামের ইব্রাহিম ও তার সহযোগী নুর হায়দারসহ কয়েকজন সেখানে প্রবেশ করতে চান। চিকিৎসকের সহকারী তাদের একটু অপেক্ষা করতে বললে, তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা চেম্বারে ভাংচুর চালান।
ভাংচুরের সময় চেম্বারের দরজা, জানালা, সিসিটিভি ক্যামেরা, মনিটর, সিলিং ফ্যানসহ আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এসময় হামলাকারীরা চিকিৎসকের বড় বোন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা বিবি মরিয়মকে মারধর করে বলেও অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিব উল্লাহ পারভেজ হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন।
চক্ষু চিকিৎসক গোলাম রসুল সুমন জানান, কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন যুবক তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে এবং চেম্বারে ভাংচুর চালায়। এর আগে, এক মাস পূর্বে কয়েকজন যুবক এসে তাকে ভয়ভীতি দেখিয়েছিল বলেও তিনি জানান।
বাংলাদেশ সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. নিজাম উদ্দিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। তবে, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর