
রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রাইভেট কোচিং থেকে বাড়ি ফেরার পথে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিহাব মন্ডল ও হাসমত আলী নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার বেলা ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার দুই শিক্ষার্থী স্থানীয় বড় বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
অভিযুক্ত সিহাব কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামের উজ্জল মন্ডলের ছেলে এবং হাসমত আলী একই এলাকার জেহের আলী মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে একজন এর আগে ডাকাতি মামলায় জেল খেটেছে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, তারা প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে নওড়া বনগ্রাম এলাকায় পৌঁছালে সিহাব ও হাসমত তাদের পথরোধ করে। এরপর ব্লেড দিয়ে ভয় দেখিয়ে পাশের পানের বরজের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
ধর্ষণের শিকার এক শিক্ষার্থীর বাবা বলেন, "প্রকাশ্য দিবালোকে আমার মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে আমি থানায় মামলা করেছি।"
অপর শিক্ষার্থীর মা বলেন, "প্রাইভেট শেষে মেয়ে বাড়িতে এসে কান্না করতে থাকে। কারণ জানতে চাইলে সে ঘটনাটি জানায়। আমি এর বিচার চাই।"
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, "ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর