
ভোলার সদর ও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক তিনটি দুর্ঘটনায় নারী, শিশু ও এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ও বিকেলে দুর্ঘটনাগুলো ঘটে।
দুপুর ৪টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমরউদ্দিন এলাকায় তেলবাহী গাড়ির চাপায় শাহানুর বেগম (৪৫) নামের এক নারী নিহত হন। তিনি সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং কালু মোল্লার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, শাহানুর বেগম বোনের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন।
এদিকে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজারে অটোরিকশার চাকা ফোলাতে গিয়ে চাকা বিস্ফোরিত হয়ে মিজানুর সিকদার (৪০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। তিনি লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের লেজছখিনা গ্রামের সেরাজুল সিকদারের ছেলে। অতিরিক্ত হাওয়া দেওয়ার কারণে চাকা ফেটে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।
অপরদিকে, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে নিজ বাড়ির পুকুরে ডুবে শামীম নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে খেলার সময় পরিবারের অগোচরে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটি স্থানীয় বাসিন্দা রাকিব মিয়ার ছেলে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ জানান, "সদরে দুটি ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং দুটি অপমৃত্যু মামলা হয়েছে।"
বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা জানান, পরিবারের অনুরোধে অটোরিকশাচালকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর