
মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জননেতা আব্দুস সালাম পিন্টু। বুধবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ডিগ্রী কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পিন্টু বলেন, মাওলানা ভাসানীর মূল কথা ছিল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা ন্যায়সঙ্গত। সেই শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে এবং সকল প্রকার অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
হেমনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেহের মাহমুদের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, আল্লাহ ও রাসুলের (সা:) প্রতি অবিচল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে অন্যায় ও পাপ কাজ থেকে নিজেকে রক্ষা করা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও মেহেরুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ খ. জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এবং গোপালপুর শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান।
এছাড়াও হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, কলেজের শিক্ষকবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, এলাকার অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর