
নরসিংদীর পলাশে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহতের বাবা আব্দুর রহিম ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইসমাইল হোসেন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের আব্দুর রহিম ভূঁইয়ার ছেলে এবং পলাশ ছাত্রদলের কর্মী ছিলেন।
আব্দুর রহিম ভূঁইয়া জানান, ময়নাতদন্তের পর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে এবং পরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে। তিনি ছেলে হত্যার বিচার চেয়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, তারা ইসমাইলের মৃত্যুর খবর জানতে পেরেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানানোর পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৫ জুন ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ড সংলগ্ন বিএডিসির মোড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। ছাত্রদল কর্মী ইসমাইল ও পথচারী সোহেল মিয়া গুলিবিদ্ধ হন এবং জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েল আহত হন।
আহত ইসমাইলকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর